Tuesday, July 22, 2025

শরীরের কত শতাংশ পুড়েছে, কীভাবে হিসাব করা হয়

আরও পড়ুন

শরীরের কত শতাংশ পুড়েছে, কীভাবে হিসাব করা হয়
আগুন, গরম পানি বা রাসায়নিক পদার্থের সংস্পর্শে শরীরের কোনো অংশ পুড়ে গেলে, চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো শরীরের কত শতাংশ অংশ পুড়েছে (বার্ন সারভেস এরিয়া) তা নির্ধারণ করা। কারণ এই তথ্য জানার মাধ্যমে চিকিৎসক বুঝতে পারেন আক্রান্ত ব্যক্তির জীবনঝুঁকি কতটা, কেমন চিকিৎসা দরকার, তরল পদার্থ কতটা দেওয়া উচিত এবং রোগীকে ইনটেনসিভ কেয়ারে রাখতে হবে কি না।

নিচে শরীরের পোড়ার শতকরা হিসাব কীভাবে নির্ধারণ করা হয় আসুন জেনে নেওয়া যাক-

১. রুল অব নাইনস
এই নিয়মটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এতে শরীরকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রতিটি অংশের একটি নির্দিষ্ট শতাংশ নির্ধারণ করা হয়। শরীরের অংশ শতাংশ। এখানে মাথা ও গলা ৯ শতাংশ, শরীরের সামনের অংশ (বুক ও পেট) ১৮ শতাংশ, শরীরের পেছনের অংশ ১৮ শতাংশ, প্রতিটি হাত ৯ শতাংশ, প্রতিটি পা ১৮ শতাংশ এবং যৌনাঙ্গ / জননাঙ্গ ১ শতাংশ।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের জন্য সুখবর, যেভাবে মিলবে ৩ লাখ টাকা

২. লুন্ড এবং ব্রাউডার চার্ট
এই পদ্ধতি শিশুদের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর, কারণ শিশুদের মাথার অনুপাত প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি। এই চার্ট অনুযায়ী বয়স অনুযায়ী প্রতিটি অঙ্গের শতাংশ পরিবর্তিত হয়। এই পদ্ধতিতে শিশুর বয়স যত কম, মাথার শতাংশ তত বেশি ধরা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পা ও শরীরের অংশের শতাংশ বাড়ে। এটি একটু জটিল, তাই অভিজ্ঞ চিকিৎসক বা বার্ন ইউনিটের চিকিৎসকরা এটি ব্যবহার করে সঠিক শতাংশ নির্ধারণ করেন।

আরও পড়ুনঃ  ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন ৫২ জন

শরীরের কত শতাংশ পুড়েছে, কীভাবে হিসাব করা হয়

৩. রুলস অব পালম
যেসব পোড়ার অংশ ছোট বা অদ্বিতীয় (ইরেগুলার শেপড) সেক্ষেত্রে এই নিয়ম ব্যবহার হয়। রোগীর নিজের হাতের তালু ধরা হয় তার শরীরের প্রায় ১ শতাংশ। ধরুন, যদি পোড়া অংশ এমন হয় যা প্রায় ৩টি হাতের তালুর সমান হয়, তাহলে বোঝা যাবে প্রায় ৩ শতাংশ পুড়েছে।

এই শতাংশ হিসাব খুবই জরুরি। এর মাধ্যমেই চিকিৎসকরা নির্ধারন করতে পারেন রোগীকে কতটা তরল (আইভি ফ্লুইড) দিতে হবে, পোড়ার ডিগ্রি (প্রথম, দ্বিতীয়, তৃতীয়) ও শতকরা হিসাব মিলিয়ে মৃত্যুঝুঁকি বোঝা যায়। রোগীকে আইসিইউ বা বার্ন ইউনিটে ভর্তি লাগবে কি না তা নির্ধারণ করতে পারেন। সঠিক ওষুধ, ড্রেসিং ও পুনর্বাসনের পরিকল্পনা তৈরি করতে পারেন।

আরও পড়ুনঃ  ভাত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের

পোড়ার শতকরা হিসাব চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ। রুলস অব নাইনস, পালম রুল ও লুন্ড এবং ব্রাউডার চার্ট-এই তিনটি পদ্ধতি ব্যবহার করে শরীরের পোড়ার পরিমাণ নির্ধারণ করা হয়। দ্রুত ও সঠিক এই হিসাব নির্ধারণ প্রাণরক্ষা এবং উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার জন্য অপরিহার্য।

তবে শরীরের পোড়ার শতকরা হিসাব নির্ধারণ করা জরুরি হলেও, এটি অভিজ্ঞ মেডিকেল পেশাদাররাই নির্ভুলভাবে করতে পারেন। সাধারণ মানুষের জন্য ধারণা পাওয়ার জন্য নিয়মগুলো সহায়ক হতে পারে, তবে চূড়ান্ত চিকিৎসা সিদ্ধান্তের জন্য হাসপাতালে গিয়ে প্রফেশনাল পরামর্শ নেওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ