Thursday, July 24, 2025

বিমান দুর্ঘটনার ছবি দেখে প্যানিক অ্যাটাক পরীমণির, হাসপাতালে ভর্তি

আরও পড়ুন

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে ও নিহতের মধ্যে ২৫টিই শিশু এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকে।

আরও পড়ুনঃ  জায়েদকে বিয়ে ও মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তিশা

এই দুর্ঘটনা দেখে স্বাভাবিক থাকতে পারছেন না স্বাভাবিক মানুষ। শোকে কাতর পুরো বিনোদন অঙ্গন। চিত্রনায়িকা পরীমণির ফেসবুক থেকে জানা গেল তিনি কোমলমতি শিশুদের এমন ছবি দেখে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন। তিনি জানিয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফেসবুকে তার অবস্থান উল্লেখ করেছেন একটি বেসরকারি হাসপাতালের ঠিকানা।

পরীমণি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে।’

আরও পড়ুনঃ  কাঁদতে কাঁদতে বিমানবন্দরে নোরা ফাতেহি, কী ঘটেছিল?

তার ভাষায়, ‘গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে এ‍্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ……’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ