Wednesday, July 23, 2025

সচিবালয়ের সামনে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ছাত্রলীগের ওই কর্মীকে পুলিশে দেয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রলীগের ওই কর্মীর নাম রাসেল বলে জানা গেছে।

জানা যায়, আজ দিনভর এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে আন্দোলন চলছিল। শিক্ষার্থীরা আন্দোলনের এক পর্যায়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এসময় কয়েকটি মাইক্রোবাস ভাঙচুর করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালেই সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দিতে থাকে ছাত্রলীগের কর্মী রাসেল।

আরও পড়ুনঃ  বিয়ে ভাঙার পর বর বললেন ‘আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম’

এসময় সেখানে উপস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, পল্টন থানা ছাত্রদল নেতা মাঈনুদ্দিন মিলন তাকে ধরে পুলিশের নিকট হস্তান্তর করেন। ছাত্রদলের অন্য নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ