Wednesday, July 23, 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন ইসলামী আন্দোলনের মুখপাত্র

আরও পড়ুন

দেশের যেকোনো পরিস্থিতিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রধান অতিথি ভবন যমুনায় দেশের চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে গাজী আতাউর আরও বলেন, পরাজিত শক্তি বিভিন্নভাবে চাচ্ছে পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে।

এদিন বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আরও পড়ুনঃ  জামায়াত সেক্রেটারির বিরুদ্ধে লড়তে মনোনয়ন চান বিএনপির ৫ নেতা

আরও ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ