Wednesday, July 23, 2025

সরকারের আর্শীবাদপুষ্টরা নির্বাচন বিলম্বিত করতে চাইছেন : জিল্লুর রহমান

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের আর্শীবাদপুষ্টরা নানাভাবে নির্বাচন বিলম্বিত করতে চাইছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেছেন, সরকারের আশীর্বাদপুষ্ট বা যাদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা বেশি, তারা প্রতিদিন সকালে-বিকেলে নানা দাবি, নানা বক্তব্য দিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করতে চাইছেন। একই সঙ্গে তারা নির্বাচনটিকে বিলম্বিত করতে চাইছেন।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ কারা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের সামনে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকট এবং আন্তর্জাতিক বা কূটনৈতিক যে সংকটগুলো আছে, এগুলো মোকাবেলার জন্য একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনের বাইরে কোনো কিছুতেই সমাধান দেখি না।

আরও পড়ুনঃ  চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন : হান্নান মাসউদ

নির্বাচন ইস্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্য তুলে ধরে তিনি বলেন, তারেক রহমান বলছেন— নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বা দেশে একটা অস্থীতিশীল পরিবেশ-পরিস্থিতি তৈরি করার জন্য কোনো কোনো মহল সরকারের ঘাড়ে বন্দুক রেখে কাজ করছে। তিনি যথার্থ বলেছেন।

আমি একটু যোগ করতে চাই। শুধু কোনো কোনো মহল কাজ করছে, এটা একটু কম বলা হবে। সরকারও বা সরকারের একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত। এসব যখন ঘটছে, প্রধান উপদেষ্টা বা সরকারপ্রধান তিনি সংশ্লিষ্ট থাকুন কিংবা না থাকুন, তিনি এর দায় এড়াতে পারেন না।
তিনি আরো বলেন, আমরা দেখছি ঐক্যমত কমিশন তার কাজ চালিয়ে যাচ্ছে। গতকালকে শুনছিলাম ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ বলছেন— রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এ মাসের মধ্যেই ঐকমত্যে পৌঁছানো সম্ভব। আমি এখন পর্যন্ত নিশ্চিত নই ঐকমত্য প্রতিষ্ঠা কতটা করা সম্ভব হবে। জুলাই সনদ নিয়েও খুব একটা আশাবাদী নই যে, এখানে কত ঐকমত্য প্রতিষ্ঠা করা যাবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ