Monday, August 4, 2025

ডাকসু নির্বাচন: কার প্যানেলে কে হচ্ছেন প্রার্থী?

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার পর এবার প্রার্থী বাছাই নিয়ে চলছে আলোচনা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারিতে ভূমিকা পালনকারী ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সোচ্চার থাকা পরিচিত মুখকেই প্রার্থী করার কথা বলছে ছাত্র সংগঠনগুলো।

নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্যানেল সাজানোর পরিকল্পনা সব পক্ষের। বড় ফ্যাক্টর হতে পারেন স্বতন্ত্র প্রার্থীরাও।

ঢাবি সূত্র জানায়, এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
তবে তফসিল ঘোষণা পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা। এরইমধ্যে প্যানেল গোছানোর পরিকল্পনায় ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো।

আরও পড়ুনঃ  ‘ওই স্বাক্ষর আমার নয়’ বললেন রাবিতে শিক্ষক নিয়োগের সুপারিশে অভিযুক্ত জামায়াত নেতা

ছাত্রদলের প্যানেলে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন- দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বেশ কয়েকজন নেতা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ডাকসু নির্বাচনকে আমরা স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ নিতে যেসব প্রস্তুতি প্রয়োজন, তা আমরা নিয়েছি। জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের যেসব নেতাকর্মীরা বীরত্ব ভূমিকা পালন করেছেন তাদের অগ্রাধিকার থাকবে। সাধারণ শিক্ষার্থীরাও অবশ্যই তাদের পক্ষে থাকবে।


ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রার্থী হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম, বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহউদ্দিন।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: এসএসসি পরীক্ষায় মোট কতোজন ফেল করেছে, যা জানা গেল

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘প্যানেলে তারাই থাকবে যারা গণ-অভ্যুত্থানে সামনে থাকা পরিচিত মুখ। নারী ও সংখ্যালঘুসহ সব ধরনের শিক্ষার্থীর প্রতিনিধিত্ব থাকবে।’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলে দলটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান ও ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসচিব জাহিদ হাসান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশটি আমাদের প্যানেলে থাকবে।

সেক্ষেত্রে আমরা নারীদের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবো। আমাদের প্যানেল ভালো ভোট পাবে বলে আশা করি।’
আলাদা প্যানেল দেওয়ার কথা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদও। সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘সংখ্যালঘু থেকে শুরু করে সবার প্রতিনিধিত্ব ডাকসু নির্বাচনে থাকবে।’

আরও পড়ুনঃ  পাথর মেরে হত্যার ঘটনায় ঢাবিতে বিক্ষোভের ডাক

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। প্রার্থী হতে পারেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমল্লার বসুও।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ