Tuesday, August 5, 2025

আগস্ট মাসে যেভাবে পেতে পারেন টানা পাঁচ দিনের ছুটি

আরও পড়ুন

চলতি (আগস্ট) মাসে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। তবে, সেক্ষেত্রে অফিস থেকে দুদিনের ছুটি ম্যানেজ করতে হবে। 

সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা পালন করা হবে। তাই দিবসটিকে কেন্দ্র করে সেদিন সাধারণ ছুটি থাকবে।

এ ছাড়া ৫ আগস্টের ছুটির দুদিন পর অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তো থাকছেই। এরমধ্যে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ ও ৭ আগস্ট যদি ছুটি ম্যানেজ করা যায় তাহলেই টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে।

আরও পড়ুনঃ  কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা চালু কি বাটপারি নয়, প্রশ্ন ঢাবি অধ্যাপকের

এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের ঘোষণা দেয় সরকার। 

দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ