Wednesday, August 13, 2025

আগামীতে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানী কাকরাইলে ডক্টর এসোসিয়েশনশ বাংলাদেশ ড্যাবের কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে। সেখানে স্বাস্থ্যের কথা উল্লেখযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশে শুধু ভোটাধিকার নিশ্চিত হলে হবে না, সাধারণ মানুষের চিকিৎসার অধিকার, শিক্ষা ও ভাতের অধিকারসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  ইউএনওর নামে চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন সব নীতি করছে, যাতে ওষুধ শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে।

যারা ওষুধ তৈরি করে তাদের দেয়া অভিযোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য শিল্পের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করি। তবে বর্তমানে যারা ওষুধ বানাচ্ছেন তারা বলছেন, বর্তমানে এই খাতের এতই ভয়াবহ অবস্থা, ওষুধ তৈরির ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  জামায়াতের জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেয়েছে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল

তাদের অভিযোগ, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়মনীতি করছেন যার কারণে এই শিল্প ধ্বংসের পথে, বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ তৈরির কারখানাগুলো। এসময় অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ নীতিই আত্মঘাতী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ