Tuesday, August 12, 2025

ব্রেকিং নিউজ: জামায়াত নেতা বহিষ্কার, কারণ জানা গেল

আরও পড়ুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) যোগদান করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এবি পার্টিতে যোগদানের পর রাতেই তিনি জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নালিতাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার এক জরুরি বৈঠকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ  কাল বিয়ে, আজ হাতকড়া—লুকিয়ে ক্যাম্পাসে এসে ধরা খেলেন জবি ছাত্রলীগ নেতা

জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেন, ‘দল থেকে অন‌্য দলে যোগদান করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কারের বিষয়ে মো. আবদুল্লাহ বলেন, ‘আমি এবি পার্টিতে যোগদান করে‌ছি। দল আমাকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যেহেতু আমি এবি পা‌র্টির একজন প্রার্থী, সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করতেই পারে। বিষয়‌টি আমি শুনে‌ছি।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ