Tuesday, August 12, 2025

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, জেনে নিন দেশে বাজারদর

আরও পড়ুন

বিশ্ব বাণিজ্যে চলমান শুল্ক যুদ্ধের মাঝেও দুবাইয়ের স্বর্ণবাজারে সূচনা হলো নতুন প্রত্যাশার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘স্বর্ণে শুল্ক আরোপ হবে না’ ঘোষণার পর দাম কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বিনিয়োগকারীদের মনে জেগে উঠেছে স্বর্ণের দামে আরও পতনের সম্ভাবনা নিয়ে নতুন উদ্দীপনা। খবর গালফ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বর্ণের কোনও শুল্ক আরোপ হবে না বলে ঘোষণার পর দুবাইয়ের ২২ ক্যারেট স্বর্ণের দাম কিছুটা কমে দাঁড়ালো প্রতি গ্রাম ৩৭৪.৭৫ দিরহামে। আগস্ট মাসের শুরুতে দাম ছিল প্রায় একই রকম, তবে গত কিছু দিন ধরে দাম ওঠানামার মধ্যে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি সুইজারল্যান্ড থেকে আমদানি করা ১ কেজি ও ১০০ আউন্স স্বর্ণের বারগুলোর ওপর ৩৯ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তবে ট্রাম্পের ‘নো-টারিফ’ ঘোষণা মাত্র কয়েক দিনের মধ্যে বাজারে দাম কমার আশার সুর ছড়িয়েছে। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী বলছেন, ‘ছোট স্বর্ণের বারের চাহিদা বেড়েছে, বিশেষ করে যাদের বিনিয়োগ করার জন্য ১০ হাজার দিরহাম রয়েছে তারা এখন গহনার পরিবর্তে স্বর্ণের বারে বিনিয়োগ করছেন।’

গত মাসে ২২ ক্যারেট স্বর্ণের দাম সর্বনিম্ন ছিল প্রতিগ্রাম ৩৬৫.২৫ দিরহামে, যা ৩০ জুলাইয়ের। গরমের ছুটি এবং দাম বাড়ার কারণে গহনার বিক্রি বেশ ধীর গতিতে ছিল। এক গহনার ব্যবসায়ী বলেন, ‘স্বর্ণ দাম যদি ৩৬০ দিরহামের নিচে নামতে না পারে, তাহলে গহনার বাজারে আগ্রহ ফেরাতে কঠিন হবে।’

আরও পড়ুনঃ  নতুন নোট বাজারে আসার সময় জানাল বাংলাদেশ ব্যাংক

বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৩৫৪ মার্কন ডলার, যা ৫০ ডলারের বেশি কমেছে। মার্কিন-চীনের শুল্ক আলোচনা বাড়ানোর সিদ্ধান্তের কারণে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি দাম ৩ হাজার ৩০০ ডলারের নিচে নেমে যায়, তাহলে গহনার বাজারে নতুন গতি আসতে পারে।

অন্যদিকে, রূপার দামে উত্থান দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ৭৬ শতাংশ বিনিয়োগকারী রূপার দাম বাড়ার আশায় ব্যবসা করছেন। তবে দাম ৪৭.৪ ডলার থেকে ৩৮.১ ডলারের মধ্যে কিছুটা প্রতিরোধের মুখোমুখি হতে পারে।

জেনে নিন দেশে আজকের বাজারদর

এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। চলতি বছরের ধারাবাহিক সমন্বয়ের অংশ হিসেবে সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ আগস্ট) দেশের বাজারে নতুন নির্ধারিত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। একই দামে রুপারও লেনদেন চলছে।

আরও পড়ুনঃ  ভারতের ৩০-৩৫ বিলিয়ন ডলারের রপ্তানি চরম ঝুঁকিতে, সরে যাচ্ছে বাংলাদেশসহ ৪ দেশে

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়। ওই ঘোষণায় জানানো হয়, প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। তবে গহনার ডিজাইন, কারুকাজ এবং মান অনুযায়ী মজুরি কিছুটা কমবেশি হতে পারে।

উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছিল ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা। এই দর কার্যকর হয়েছিল ২৪ জুলাই থেকে।

আরও পড়ুনঃ  ১০০ টাকার নতুন নোট আসছে মঙ্গলবার, ডিজাইনে যা থাকছে

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৫ বার স্বর্ণের দাম পুনঃসমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে, আর কমানো হয়েছে ১৬ বার। আর গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার মূল্যবৃদ্ধি এবং ২৭ বার মূল্যহ্রাস করা হয়েছিল।

স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায়। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকায়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ