Tuesday, August 12, 2025

আওয়ামী মিছিল থেকে পুলিশকে ধাওয়া, এসআইকে কুপিয়ে জখম

আরও পড়ুন

চট্টগ্রামের নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে অভিযানে যাওয়া পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর ইশানমিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগে কর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচ জনের একটি দল সেখানে যায়। পুলিশ দেখে আওয়ামী লীগের মিছিল থেকে তাদের ধাওয়া করা হয়। এ সময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়।

আরও পড়ুনঃ  এনসিপির গাড়িবহরে হামলা

নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, আওয়ামী মিছিল থেকে পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার পর সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ