Tuesday, September 2, 2025

বার নির্বাচনে ১৬-১ ব্যবধানে বিএনপি প্যানেলের জয়

আরও পড়ুন

বার নির্বাচনে ১৬-১ ব্যবধানে বিএনপি প্যানেলের জয়
সরকার হুমায়ুন কবীর ও এইচ এম আনোয়ার প্রধান
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি (বার) নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সরকার হুমায়ূন কবির ও এইচএম আনোয়ার প্রধান পরিষদ বিপুল ব্যবধানে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া জানান, ১৭টি পদে নির্বাচনের মধ্যে সরকার হুমায়ূন-আনোয়ার পরিষদ ১৬টি পদে জয়লাভ করেছে। অপরদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের একমাত্র প্রার্থী অ্যাডভোকেট আফরোজা জাহান কার্যকরী সদস্য পদে জয় পান।

আরও পড়ুনঃ  “১০ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব” - ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান পেয়েছেন সর্বোচ্চ ৭১৮ ভোট।

এছাড়া বিজয়ীরা হলেন— জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাড. কাজী আব্দুল গাফ্ফার (৬৯৭ ভোট), সহসভাপতি অ্যাড. সাদ্দাম হোসেন (৫৫৫ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক নয়ন (৬৭৫ ভোট), কোষাধ্যক্ষ অ্যাড. শাহাজাদা দেওয়ান (৭৫৫ ভোট), আপ্যায়ন সম্পাদক অ্যাড. মাইন উদ্দিন রেজা (৭৯৭ ভোট), লাইব্রেরি সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান (৫৯০ ভোট), ক্রীড়া সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম (৬৪৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান (৫৭২ ভোট), সমাজসেবা সম্পাদক অ্যাড. রাজিব মন্ডল (৬০০ ভোট), আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাড. মামুন মাহমুদ মিয়া (৫৮৫ ভোট)।

আরও পড়ুনঃ  এইমাএ পাওয়া: চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা

কার্যকরী সদস্য পদে বিএনপি সমর্থিত অ্যাড. দেওয়ান আশরাফুল ইসলাম (৭৩৪ ভোট), অ্যাড. ফাতেমা আক্তার সুইটি (৬৯৭ ভোট), অ্যাড. আবু রায়হান (৬৯৪ ভোট), অ্যাড. তেহসিন হাসান দিপু (৫৭৪ ভোট) এবং জামায়াত সমর্থিত অ্যাড. আফরোজা জাহান (৫২৩ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।

ফলে এবারের বার নির্বাচনে সরকার হুমায়ূন ও আনোয়ার পরিষদ ১৬-১ ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।

এ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের আরেকটি অংশ পাল্টা প্যানেল ঘোষণা করে নির্বাচনে ছিল। বিদ্রোহী রেজা-গালিব প্যানেলের কয়েকজনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারও ককা হয়। যদিও শেষ পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ে উতড়ে গেছে বিএনপি সমর্থিত প্যানেলটি।

আরও পড়ুনঃ  বিপুল পরিমাণে টাকা নিয়ে ভারতে পালানোর সময় আ. লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার

ভোটার সংখ্যা ১১৭৬, কাস্ট হয়েছে ১০৫৩ ভোট।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ