Tuesday, September 2, 2025

ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা, বাবার আমৃত্যু কারাদণ্ড

আরও পড়ুন

ঢাকার কেরানীগঞ্জে সাত বছর আগে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪।

বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান সোমবার (১ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন।

এছাড়াও আদালত আসামি মো. রুবেলকে আমৃত্যু সাজার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভিকটিমকে অর্থদণ্ডের টাকা পরিশোধ করতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে ভারতে আটকে রাখার অভিযোগ সুখরঞ্জন বালির

এ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) বলেন, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জ এলাকার ভাড়া বাসায় মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন রুবেল। রাত সাড়ে ৩টার দিকে মেয়েকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন তিনি। তাতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি।

এ ঘটনায় ২০২৮ সালের ২১ অক্টোবর মেয়েটির নানী কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালে ৩১ জানুয়ারি রুবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই এস এম মেহেদী হাসান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন গ্রেপ্তার

এরপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ৯ জনের সাক্ষ্য শুনে এ রায় দিয়েছেন আদালত।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ