Tuesday, September 2, 2025

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন জামায়াত নেতা

আরও পড়ুন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে কেক কাটলেন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. মো. ফখরুদ্দিন মানিক।

সোমবার (০১ সেপ্টেম্বর) ফেনীর দাগনভূঞা উপজেলায় রামনগর ইউনিয়নের তুলাতুলি বাজারে ইউনিয়ন বিএনপির ব্যানারে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আহছানউল্লাসহ ইউনিয়ন জামায়াত ও বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী কালবেলাকে বলেন, ‘ওই দিন তুলাতুলি বাজারে আমাদের রামনগর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন ছিল। আমরা অফিস উদ্বোধন শেষ করে চলে যাওয়ার সময় আমাদের অফিসের পাশে অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সৌজন্যতার খাতিরে অংশগ্রহণ করি।’

আরও পড়ুনঃ  হাসিনা বাদ! আ’লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু মাজেদ অশ্রু বলেন, ‘পাশে জামায়াতের অফিস উদ্বোধন ছিল। এ সময় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি বক্তব্য ও কেক কাটায় অংশগ্রহণ করেছেন। এটাকে রাজনৈতিক সৌহার্দপূর্ণ আচরণ বলে আমরা মনে করি।’

এ সময় ডা. ফখরুদ্দিন মানিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করে সবাইকে শুভকামনা জানিয়ে বলেন, ‘এই এলাকা আমাদের। আমরা সবার পরিচিত এবং আত্মীয় অথবা প্রতিবেশী সম্পর্কে আবদ্ধ। সুতরাং আমাদের রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবে সম্পর্কের অবনতি না ঘটায়।’ তিনি সবার মধ্যে সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দুইদিন আগের ঘটনা কেন গতকাল প্রচার হলো?-যুবদল সভাপতি

ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবলু, ইউনিয়ন বিএনপি নেতা আমিন খাঁন, ফেনী জেলা যুবদলের সাবেক সহসম্পাদক আব্দুল মালেক মানিক, দাগনভূঞা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, রামনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ভূঁইয়া রিটু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু মাজেদ অশ্রু, যুবদল নেতা মোশাররফ হোসেন মিয়া, লিটন চন্দ্র পাল, মো. রাজু ও বোরহান, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সোহেল খাঁন ও মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ