Tuesday, September 2, 2025

জাতীয় পার্টির মহাসচিবের বক্তব্যের জবাব দিলেন রুহুল কবির রজভী

আরও পড়ুন

যারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, আমরা প্রত্যেকে ভুক্তভোগী। সবাই সর্বনিম্ন ৫০০ মামলায় আক্রান্ত। আমরা যারা আক্রান্ত, কিন্তু আমাদের সামনে অন্য কেউ লাঞ্ছিত হোক, সেটা চাই না। কিন্তু, যারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। জনগণ তাদের বিচার দেখতে চায়।

জাতীয় পার্টির দায় এখন বিএনপিকে নিতে হবে-শামীম হায়দার পাটোয়ারীর এ বক্তব্যের বিষয়ে রিজভী বলেন,
বিএনপি তো এখন রাষ্ট্রক্ষমতায় নেই। এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। তাহলে আপনি (জাতীয় পার্টির মহাসচিব) কিসের দায়ের কথা বলছেন! নুরুল হক নুর ডাকসুর সাবেক ভিপি। তাকে একটি কার্যালয়ের মধ্যে আক্রমণ করা হলো। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সঙ্গে গোলমাল। কিন্তু তাকে (নুর) যে আঘাত করছেন, সেই লাল শার্ট পরা লোকটা কে? যে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে পারে, এটা গণতন্ত্রের স্বীকৃত একটা পন্থা।

আরও পড়ুনঃ  কমিটি ঘোষণার ১৪ ঘণ্টা পর ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

তিনি আরও বলেন, যারা রাজনীতির কথা বলছেন, তারা বিএনপির সমালোচনা করতে পারেন। বিএনপির যদি কোথাও সমালোচনা করার থাকে, তাহলে বিএনপি নিজেই তা করবে। কিন্তু আপনি কেন বিএনপির দায়িত্ব নেয়ার কথা বলছেন? বিএনপি কি আপনাদের দায়িত্ব নেবে নাকি? আপনারা কারা? যখন ইলিয়াস আলী, চৌধুরী আলম এবং সাইফুল ইসলাম হিরু গুম হন, তখন আপনারা কোথায় ছিলেন? যখন ছাত্র এবং যুব নেতারা গুম হন, তখনও জাতীয় পার্টিকে দেখা যায়নি।

আরও পড়ুনঃ  আইসিইউতে স্থানান্তর করা হয়েছে জামায়াত আমিরকে, জানা গেল কারণ

রিজভী বলেন, যখন ২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর-বিড়াল এবং গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে যাবো না, যাবো না করতে করতে আপনারা (জাতীয় পার্টি) গেলেন। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ার পর, প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। বিএনপি নির্বাচনে আসুক, সেটা শেখ হাসিনা চায়নি। সেদিন জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে?

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকরা তাকে (জিএম কাদের) প্রশ্ন করলেন, আপনার সঙ্গে কি কথা হলো। তখন জিএম কাদের বলেছেন, ওদের (ভারত) পারমিশন ছাড়া কিছু বলতে পারবো না। এই হচ্ছে জাতীয় পার্টি। আপনি কী ভারতের কোনো রাজনৈতিক দল? নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড? এই আপনাদের নীতি এবং আদর্শ? এই আপনাদের চরিত্র?।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ