দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজকে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস (৫ আগস্ট) এবং ‘জুলাই শহীদ’ দিবস (১৬ জুলাই) যথাযথভাবে উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে (সাধারণ ছুটিসহ) ঘোষণা করেছে। এই দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইভাবে, সরকার প্রতি বছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এই তারিখটিও মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে, বিভিন্ন মহল থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার সিদ্ধান্ত বাতিল করেছে।