স্পেনের জামোরায় আকস্মিক এক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ইংলিশ ক্লাব লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। মাত্র ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার বিয়ে করেছিলেন শৈশবের প্রেমিকা রুতে কারদোসাকে। বিয়ের পর সুখেই ছিলেন তারা। সেই বিয়ের ভিডিও বুধবার (০২ জুন) রাতে প্রকাশ করেছিলেন কারদোসা। এর কয়েক ঘণ্টা পরই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। খবর হিন্দুস্তান টাইমসের।
শৈশবের প্রেমিকাকে বিয়ে করেছিলেন ২২ জুন
২২ জুন পোর্তোয় বিয়ে করেছিলেন কারদোসা ও জোতা। তাদের সন্তান আছে তিনটি। ২৮ জুন সেই ছবি পোস্ট করেন জোতা। তার স্ত্রী ভিডিও প্রকাশ করেছিলেন বুধবার। এর কিছুক্ষণ পরই এল মর্মান্তিক মৃত্যুর খবর।
রোনালদোর সঙ্গে জিতেছেন দুটি নেশনস লিগ
ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগালের হয়ে দুইবার জিতেছেন নেশনস লিগ। এমন সম্ভাবনাময় এক তারকা চলে গেলেন বড্ড অবেলায়। জোতা ভাইদের মৃত্যুতে শোক প্রকাশ করে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, ‘‘দুই চ্যাম্পিয়নকে হারিয়েছি আমরা। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের অপূরণীয় ক্ষতি। তাদের অবদানকে সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।”