Wednesday, July 9, 2025

সেতু ভেঙে চার গাড়ি নদীতে, প্রাণ গেল ৯ জনের

আরও পড়ুন

ভারতের গুজরাটে একটি সেতু ভেঙে চারটি যানবাহন নদীতে পড়ে অনন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির আনন্দ ও ভাদোদরা জেলার মধ্যে সংযোগকারী সেতুটি বুধবার (৯ জুলাই) সকালে যানবাহন চলাচলের এক পর্যায়ে ভেঙে পড়ে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান পার হওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে সেতুটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যানবাহনগুলো নদীতে পড়ার কিছুক্ষণ আগে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, স্থানীয় পুলিশ এবং ভাদোদরা জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ  চীনের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের চালান পেল ইরান, কী আছে এতে

স্থানীয়রা আহতদের উদ্ধারে সহায়তা করে। এখনও পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও দুর্ঘটনা এড়াতে এলাকাটি ঘিরে রেখেছে এবং ধসের কারণ অনুসন্ধান শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি মধ্য গুজরাটকে সৌরাষ্ট্রের সঙ্গে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং আনন্দ, ভদোদরা, ভারুচ এবং অঙ্কলেশ্বরের মধ্যে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট সত্ত্বেও এটি অবহেলায় পড়েছিল। একজন বাসিন্দা বলেন, ‘গম্ভীরা সেতুটি কেবল যানজটের ঝুঁকি হিসেবেই নয়, আত্মহত্যার স্থান হিসেবেও কুখ্যাত হয়ে উঠেছে।’

আরও পড়ুনঃ  গাজা যুদ্ধে ৪৪৪ ইসরায়েলি সেনা নিহত

সিনিয়র কংগ্রেস নেতা অমিত চাভদা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, ‘আনন্দ এবং ভদোদরা জেলার সংযোগকারী প্রধান গম্ভীরা সেতুটি ভেঙে পড়েছে। অনেক যানবাহন নদীতে পড়ে গেছে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনকে অবিলম্বে উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে এবং যানবাহন চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করতে হবে।’

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ