Friday, August 29, 2025

প্রাপ্তবয়স্কদের সাইটে দেখা গেল ইতালির প্রধানমন্ত্রীকে, অতঃপর…

আরও পড়ুন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ছবি দেখতে পাওয়া গেছে একটি পর্নসাইটে। শুধু মেলোনিই নন, সাইটটিতে পাওয়া গেছে তার বোন আরিয়ানা এবং বিরোধীদলীয় নেত্রী এলি শাখলিনের ছবিও। 

এ ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন মেলোনি। বিষয়টিকে ‘জঘন্য’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। পর্নসাইটে যারা তার ও অন্য নারীদের ছবি প্রকাশ করেছে তাদের দ্রুত শনাক্ত ও শাস্তি নিশ্চিতের নির্দেশও দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

আরও পড়ুনঃ  ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসির আদেশ স্থগিত, জানা গেল কারণ

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সাইটটি বন্ধ করে দিয়েছেন এটির ম্যানেজাররা। এর কারণ হিসেবে তারা জানান, ব্যবহারকারীরা সাইট সঠিকভাবে ব্যবহার না করায়, তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধের আগে সাইটটিতে ৭ লাখ সাবস্ক্রাইবার ছিল।

জর্জিয়া মেলোনি ও অন্য নারীদের ছবি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এরপর সেগুলো পর্নসাইটে আপ করেছে অভিযুক্তরা। ছবিগুলোতে যৌন উত্তেজক ও অশ্লীল লেখা লিখে সেগুলো ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করার চেষ্টা করেছে তারা।

আরও পড়ুনঃ  ভাই মাস্ক, তোমার পাশে ১০০ কোটির বেশি মানুষ- ট্রাম্পের বিরুদ্ধে চীনের খোলা সমর্থন!

এ ঘটনার নিন্দা জানিয়ে ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেলা সেরাকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, যা হয়েছে তা নিয়ে আমি ক্ষুব্ধ। যেসব নারীর ছবি আপ করা হয়েছে এবং যারা এতে অপমানিত ও লাঞ্চিত হয়েছেন তাদের প্রতি আমার সহমর্মিতা ও সমর্থন জানাচ্ছি।

তিনি আরও বলেন, এটি দুঃখজনক যে, ২০২৫ সালেও কিছু মানুষ আছে, যারা একজন নারীর সম্মানকে পদদলন এবং তাদের অশ্লীল অপমানকে স্বাভাবিক ও বৈধ বলে মনে করে।

আরও পড়ুনঃ  এবার যে কুকীর্তি ফাঁস হলো ওবায়দুল কাদেরের!

জানা গেছে, ২০০৫ সালে এই পর্নসাইটি চালু হয়। যদিও এই সময়ের মধ্যে অনেক নারী সাইটটির বিরুদ্ধে অভিযোগ করেছেন। কিন্তু এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সাইটটি এবং এর পরিচালনায় জড়িতদের বিরুদ্ধে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ