Tuesday, July 22, 2025

উত্তরায় বিমান বিধ্বস্ত: যে ৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এক বিবৃতিতে ওই আটজনের পরিচয় প্রকাশ করেছে।ফ্যামিলি ট্যুর প্যাকেজ

এরা হলেন-

১। ফাতেমা আক্তার (৯), পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট

২। সামিউল করিম (৯), জেলা: বরিশাল

৩। রজনী ইসলাম (৩৭), জেলা: কুষ্টিয়া

৪। মেহনাজ আফরিন হুরায়রা (৯), জেলা টাঙ্গাইল

৫। শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা

আরও পড়ুনঃ  উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমে যে সমস্যার কথা জানিয়েছিলেন পাইলট

৬। নুসরাত জাহান আনিকা (১০), জেলা: ঢাকা

৭। সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন, জেলা: ঢাকা

৮। সায়মা আক্তার (৯), পিতা: শাহ আলম, জেলা: গাজীপুর

এদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম জানান, ময়নাতদন্ত ছাড়াই পরিবার মরদেহ চাইলে সুরতহাল করার পরে আমরা মরদেহগুলো দিয়ে দিই।ফ্যামিলি ট্যুর প্যাকেজ

প্রসঙ্গত, প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-7 বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুনঃ  জানা গেল গোপালগঞ্জে নিহতদের পরিচয়

দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনার পর ইতোমধ্যে ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী।

এদিকে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার।

সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

আরও পড়ুনঃ  শনাক্ত করা যাচ্ছে না ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে, হাসপাতালে ১৩

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-7 বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ