Wednesday, July 23, 2025

বিমান বিধ্বস্ত: ৬ দাবিতে আন্দোলনের ডাক মাইলস্টোন শিক্ষার্থীদের

আরও পড়ুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে তারা শান্তিপূর্ণভাবে ছয় দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজের গোল চত্বরে দাবি আদায়ে আন্দোলন করবেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি—১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। ২. আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। ৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল

৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। ৫. বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। ৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

এর আগে সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ