Sunday, August 3, 2025

বেতন মাত্র ১৫ হাজার; তবুও তিনি ২৪টি বাড়ির মালিক, রয়েছে আরও ৩০ কোটির সম্পত্তি

আরও পড়ুন

ভারতের কর্ণাটকে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের এক সাবেক কেরানির বাসায় অভিযান চালিয়ে হিসাব বহির্ভূত ৩০ কোটি রুপির বেশি সম্পত্তি জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। খবর এনডিটিভি

কর্মকর্তারা জানতে পারেন, কোপ্পালে কেরানির কাজ করা কালাকাপ্পা নাইদাগুন্ডির মাসিক বেতন ছিল ১৫ হাজার রুপি। এত অল্প বেতন পেয়েও তার ২৪টি বাড়ি এবং চারটি প্লট ও ৪০ একরের কৃষি জমি রয়েছে। তবে এসব সম্পত্তি ছিল তার এবং তার স্ত্রী ও শ্যালকের নামে।

আরও পড়ুনঃ  মাত্র ২১ সপ্তাহে জন্ম নেওয়া শিশুর বেঁচে থাকার অলৌকিক ঘটনা

এক কর্মকর্তা বলেন, ‘কালাকাপ্পা নাইদাগুন্ডি এবং কেআরডিএল-এর প্রকৌশলী জেড এম চিনকোলকার পারস্পরিক যোগসাজশে রাজ্য সরকারের ৯৬টি প্রকল্প থেকে ৭২ কোটি রুপি তছরুপ করেছেন বলে আমরা তথ্য পেয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতেই তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।’

লোকায়ুক্ত তদন্তকারীরা সম্প্রতি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের জ্ঞাত আয়ের উৎসের তুলনায় অতিরিক্ত সম্পদ অর্জনের অভিযোগে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছেন।

মঙ্গলবার তারা হাসন, চিক্কাবল্লাপুর, চিত্রদুর্গ এবং বেঙ্গালুরে তল্লাশি চালায়। তদন্তকারীরা জানিয়েছেন, শুধু কালাকাপ্পাই নন, এই অভিযানের তালিকায় রয়েছেন আমলা, সরকারি প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ