Saturday, August 9, 2025

কবে দেশে আসবেন তারেক রহমান: জানালেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

আরও পড়ুন

নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল 24’কে এ কথা জানিয়েছেন, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে।

এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা হয়, বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে সতেরোটি বছর।

আরও পড়ুনঃ  কেন বিএনপি ওয়াকআউট করল? যে কারণ জানালেন সালাহউদ্দিন

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১/১১ এবং আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এরপর থেকে অনেকের প্রশ্ন, নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান?

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চ্যানেল 24 কে জানান, তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, তফসিল ঘোষণা করলে আসতে পারে না, উনি আসবেন। কেননা ওনার নেতৃত্বেই তো বিএনপি নির্বাচনে যাবে। তিনিই আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী। তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে। এখানে কোনো যদি-কিন্তু নাই।

আরও পড়ুনঃ  ‘জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর জন্মদাতা’, বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

স্বামীর সঙ্গে ২০০৮ সালে লন্ডন পাড়ি দেন ডা. জুবাইদা রহমান। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা খোলাসা না করলেও জনগণের সঙ্গেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের প্রধান নেতা তারেক রহমান সাহেবের স্ত্রী স্বাভাবিকভাবে ওনার ওপর একটা মিডিয়া ও পলিটিক্যাল অ্যাটেনশনালি অটোমেটিক আসে। ওনার রাজনীতিতে আসাটা অস্বাভাবিক হবে না। আমার ধারণা উনি মানুষের কাছাকাছি থাকেবন। বিএনপির ছায়াতলে থেকেই মানুষের সান্নিধ্যে থাকবেন।

আরও পড়ুনঃ  গুলশানে গ্রেপ্তার রিয়াদের কমরেড নাহিদ ইসলাম—প্রশ্ন জাওয়াদ নির্ঝরের

আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর জয়ী হলে এবারই প্রথম সংসদে পা রাখবেন জিয়া পুত্র তারেক রহমান।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ