Thursday, August 28, 2025

কারও নাম না নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ রুমিন ফারহানার

আরও পড়ুন

ফেইসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে তীর্যক মন্তব্য করার দুদিন পর নিজের বক্তব্য, ব্যবহার ও শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি নেতা রুমিন ফারহানা।

বুধবার টেলিভিশন স্টেশন গ্লোবাল টিভির টক শোতে অংশ নিয়ে কারও নাম না নিয়ে দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, “আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ডেফিনেটলি আমি দুঃখিত।”

নির্বাচন কমিশনে সীমানা পুর্ননির্ধারণ নিয়ে শুনানি চলাকালে তার কর্মী ও অনুসারীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের মারামারির জেরে সাবেক সংসদ সদস্য রুমিন সোমবার রাতে ফেইসবুকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ’র ‘ছাত্রলীগ সংযোগ’ তুলে ধরে একটি পোস্ট দেন।

আরও পড়ুনঃ  বিএনপির আসন ভাগাভাগি নিয়ে যা জানা যাচ্ছে

এই পোস্টে কয়েকটি ছবি যুক্ত করে এই এনসিপি নেতাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে মন্তব্য করেন। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার দুইদিন পর এমন বক্তব্য এল বিএনপির এ নেত্রীর কাছ থেকে।

বুধবার টিভির ওই আলোচনায় রুমিন ফারহানা বলেন, “আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম, আরো ভালো হত ৷ কিন্তু দিন শেষেতো আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে। বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতেই থাকে, একটা সময় মনে হয় জবাব দেই। সেটা না হলেই ভালো।”

আরও পড়ুনঃ  গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে চায় না, রাষ্ট্রের পদ ছাড়বে কিভাবে : বিএনপি নেত্রী নিলুফা

রাজনীতিবিদদের জীবন সহজ নয় মন্তব্য করে রুমিন বলেন, “রাজনতিবিদদের লাইফ একেবারেই স্মুথ না, নারী রাজনতিবিদের লাইফ আরও স্মুথ না, আর ভোকাল নারী রাজনতিবিদদের লাইফ একেবারেই স্মুথ না। সবমিলিয়ে বিবেচনা করলে মনে হয়, আমি তো ভালোই আছি।“

রোববার নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ সংসদীয় আসনের সীমানা পুর্ননিধারণের শুনানিতে মারামারির এ ঘটনা ঘটে।

সেদিন খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করে (ইসি)। এক পর্যায়ে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারিতে জড়িয়ে পড়েন। তারপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

আরও পড়ুনঃ  জানা গেল কোথায় আটকা হাসনাত-সারজিসরা, সমাবেশস্থলে আগুন, রণক্ষেত্র গোপালগঞ্জ

পরে ইসি সচিব শুনানি শেষ করেন এবং অংশগ্রহণকারীদের শুনানি কক্ষ ত্যাগ করার অনুরোধ করেন।

শুনানিতে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ইসির খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন।

এরপর খসড়ার বিপক্ষে যুক্তি তুলে ধরছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এর মধ্যে সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষে।

পরে হাসনাত সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ বলে আখ্যা দিয়ে বক্তব্য দেন।

এর জবাবে সোমবার রাতে ফেইসবুকে হাসনাতের ‘ছাত্রলীগ সংযোগ’ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দিয়ে এই এনসিপি নেতাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে মন্তব্য করেন রুমিন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ