Monday, September 1, 2025

মেরুন রঙের পোশাক পরে হামলা চালানো সেই ব্যক্তির পরিচয় শনাক্ত

আরও পড়ুন

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মেরুন রঙের পোশাক পরে হামলা চালানো সেই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। শুরুতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য বলে গুঞ্জন শোনা গেলেও ওই ব্যক্তি ডিবির কেউ নন। শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মেরুন পোশাক পরা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, শুক্রবারের (২৯ আগস্ট) হামলায় অংশ নেয়া মেরুন রঙের পোশাক পরা ওই ব্যক্তির নাম কনস্টেবল মিজানুর রহমান। তিনি পল্টন থানার ওসির গাড়িচালক।

আরও পড়ুনঃ  চলন্ত বাইক থেকে ফেলা হলো ছাত্রলীগ নেতাকে, এরপর যা ঘটল

তবে ডিএমপি জানিয়েছে, মিজানুর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা করেননি। গণঅধিকার পরিষদের সম্রাট নামে আরেকজনের ওপর হামলা চালান তিনি।

এর আগে শুক্রবারের ওই হামলার ঘটনায় মেরুন রঙের পোশাক পরে হামলা চালানো মিজানুর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য বলে গুঞ্জন উঠেছিল। তবে শনিবার ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানান, হামলা করা সেই ব্যক্তি ডিবির কেউ নয়। এরমধ্যেই মিজানুরের পরিচয় নিশ্চিত করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুনঃ  ‘আসছি, আসছি বলে সাগরে তলিয়ে গেল তিন বন্ধু’

এদিকে নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মেরুন রঙের টি-শার্ট পরা ওই ব্যক্তির বিষয়ে একই তথ্য জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, ডিএমপি কমিশনার জানিয়েছেন লাল টি-শার্ট পরা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের কনস্টেবল। নুর মনে করে তিনি আমাদের আরেক নেতা সম্রাটের ওপর হামালা করেছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ