Sunday, August 17, 2025

এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, হিজড়াদের সহয়তায় উদ্ধার

আরও পড়ুন

চলমান এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের জন্য টানাহেচড়া করছিল সোহেল নামে এক যুবক। এসময় ওই ছাত্রীর চিৎকারে তার বাবা এগিয়ে আসলে বখাটের হামলায় ছাত্রীর বাবা গুরুত্বর আহত হয়।

এসময় আহত বাবা ও পরীক্ষার্থীর মেয়ের চিৎকারে হিজড়ারা এগিয়ে এসে বখাটেকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন।

ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরে।

এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার (২ জুলাই) বিকেলে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর...

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, ধর্ষণচেষ্টার শিকার এক এক তরুণীকে হিজড়ারা উদ্ধার করেছে। পাশাপাশি তারা (হিজরা) ধর্ষণচেষ্টাকারী সোহেলকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সোহেলের হামলায় আহত বাবুল সরদার জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে তার মেয়েকে টানা হেচড়া শুরু করে ওই এলাকার বখাটে সোহেল।

এসময় তার মেয়ের চিৎকারে তিনি এগিয়ে আসলে বখাটে সোহেল হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে।

আরও পড়ুনঃ  চুল ছোট করতে বলায় স্কুলের অধ্যক্ষকে খুন করলো দুই শিক্ষার্থী

জানা গেছে, রসুলপুর চরের যেখানে ঘটনা ঘটেছে তার পাশেই হিজরাদের আশ্রয়স্থল ও প্রার্থণার ঘর।

মঙ্গলবার রাতে সেখানে অনুষ্ঠান থাকায় বিপুল সংখ্যক হিজড়া উপস্থিত ছিল।

তরুণীর চিৎকারে হিজড়ারা বেরিয়ে এসে তাকে উদ্ধার করে।

পটুয়খালী থেকে আসা হিজড়া পাখি ও স্থানীয় বাসিন্দা শান্তা জানান, ডাক চিৎকার শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন এক তরুণীকে টানাহেচরা করছে সোহেল। বাবুল সরদার তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিল।

পরবর্তীতে সব হিজড়া নেমে সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ