Thursday, July 3, 2025

মিটার চুরি করে মোবাইল নম্বর দিয়ে গেল চোর, অতঃপর…

আরও পড়ুন

দিনাজপুরের নবাবগঞ্জে রাতের অন্ধকারে চালকল ও আবাসিক ৮টি বিদ্যুতের মিটার চুরির ঘটনা ঘটেছে। তবে চোরচক্র বিদ্যুতের খুঁটিতে চিরকুটে মোবাইল নম্বর রেখে যায়। পরে চোরচক্রের রেখে যাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে মিটার প্রতি ২ হাজার ৫০০ টাকা দিয়ে মিটারগুলো ফেরত আনা হয়। বুধবার বিকেল ৪টায় মিটারগুলো ফেরত দেয় চোরচক্র।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার এসআই শাহিন মোল্লা।

জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর গ্রামে ও উপজেলা সদর সংলগ্নে এ চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে মেসার্স তামিজ হাসকিং মিলের স্বত্বাধিকারী মনিরুজ্জামান দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ নবাবগঞ্জ জোনাল অফিসে মিটার চুরির বিষয়টি অবগত করেন। তবে এ বিষয়ে থানায় মৌখিকভাবে সহযোগিতা নেন মনিরুজ্জামানসহ ভুক্তভোগীরা।

আরও পড়ুনঃ  যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে জানালেন ‘খুঁজে লাভ নেই’

ভুক্তভোগী মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাত ১টায় চালকল থেকে ঘুমানোর জন্য ঘরে যাই। তখনও চালকল মিলে বিদ্যুতের সংযোগ ছিল। রাত ৩টার‌ দিকে কাজের ছেলেরা চালকল চালু করতে গিয়ে দেখে বিদ্যুতের লাইন নেই। পরে বিদ্যুতের পোলে গিয়ে দেখি মিটার নেই। আর বিদ্যুতের খুঁটির নিচে একটি চিরকুটে চোর চক্রের সঙ্গে যোগাযোগ করার জন্য বিকাশ নম্বর দেওয়া ছিল।

মনিরুজ্জামান আরও বলেন, পরে চিরকুটে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেছি। মিটার ফেরত দিতে চোর চক্র আমার কাছে টাকা দাবি করে। বর্তমানে আমাদের ব্যবসার সিজন চলছে, তাই কোনো কিছু না ভেবেই প্রতি মিটার ২৫০০ টাকা করে দিয়ে আজ বিকেল ৪টার দিকে মিটারগুলো আবার চোরচক্রের কাছ থেকে ফেরত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট

নবাবগঞ্জ থানার এসআই শাহিন মোল্লা বলেন, ভুক্তভোগীদের মিটার চুরির কোনো লিখিত অভিযোগ হয়নি। তারা মৌখিকভাবে বলেছে। চোরচক্রকে ধরার জন্য চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ