Friday, October 17, 2025

ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে কোন দল? জরিপে জানা গেল চমকপ্রদ তথ্য

আরও পড়ুন

ভোটারদের পছন্দের দিক থেকে দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে রংপুরে এগিয়ে জামায়াতে ইসলামী এবং বরিশালে শীর্ষে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এ তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’-এর দ্বিতীয় পর্বের তৃতীয় খণ্ডে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে অনুষ্ঠিত “ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব” শীর্ষক গোলটেবিল বৈঠকে জরিপের ফলাফল প্রকাশ করে ইনোভিশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর। প্যানেল আলোচনায় অংশ নেন ড. আসিফ শাহান, জামায়াতের ড. নকিবুর রহমান, এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহ, নীতিনির্ধারক বিশ্লেষক ড. অনন্য রায়হান, বাংলা আউটলুকের মোকতাদির রশিদ এবং গবেষণা প্রতিষ্ঠান ব্রেইনের ড. শফিকুর রহমান। জরিপ উপস্থাপন করেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।

আরও পড়ুনঃ  পাঁচ দফা দাবিতে তৃতীয়বারের মতো কর্মসূচি ঘোষণা জামায়াতের

জরিপ অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি ভোটারদের প্রথম পছন্দ।

ময়মনসিংহে বিএনপি পেয়েছে ৪৫.৭%, জামায়াত ২৫.৮%, আওয়ামী লীগ ১৭.৩% এবং এনসিপি ৪.৭% ভোটার সমর্থন।

সিলেটে বিএনপি ৪৪.৭%, জামায়াত ২৯.৬% ও আওয়ামী লীগ ১৪%।

রাজশাহীতে বিএনপি ৪৪.৪%, জামায়াত ৪০.৯%, আওয়ামী লীগ ৯.২%।

খুলনায় বিএনপি ৪৩.৩%, জামায়াত ৩০.১%, আওয়ামী লীগ ১৮.৩%।

ঢাকায় বিএনপি ৪০.৮%, আওয়ামী লীগ ২৫.৮%, জামায়াত ২৪.৩%।

চট্টগ্রামে বিএনপি ৪১.৯%, জামায়াত ২৭.৬% ও আওয়ামী লীগ ১৭.১%।

আরও পড়ুনঃ  জানা গেল ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী ও সেক্রেটারির পরিচয়

রংপুরে এগিয়ে জামায়াত (৪৩.৪%), যেখানে বিএনপি ৩৬.৭% ও আওয়ামী লীগ ১২.৫% সমর্থন পেয়েছে।
অন্যদিকে বরিশালে এগিয়ে আওয়ামী লীগ (৩১.৯%), বিএনপি পেয়েছে ২৮.৭% এবং জামায়াত ২৯.১% ভোটার সমর্থন।

সার্বিকভাবে দেশের ভোটারদের পছন্দের তালিকায় বিএনপি প্রথম, জামায়াত দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং এনসিপি চতুর্থ স্থানে রয়েছে।

ইনোভিশনের তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন নাগরিকের মধ্যে এ জরিপ পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯.৫% গ্রামীণ এবং ৩০.৫% শহুরে। পুরুষ ৫৪.২%, নারী ৪৫.৪% এবং তৃতীয় লিঙ্গ ০.৪%।

বয়সভিত্তিকভাবে:

জেন জি (১৮–২৮ বছর) ৩৭.৬%,

মিলেনিয়াল (২৯–৪৪ বছর) ৩৩.৪%,

জেন এক্স (৪৫–৬০ বছর) ১৯.৮%,

আরও পড়ুনঃ  বিয়ে করলেন বিএনপি নেতা ইশরাক, পাত্রী কে এই নুসরাত?

৬০ বছরের বেশি ভোটার ১.৩%।

বিভাগভিত্তিক অংশগ্রহণ:
ঢাকা ২৫.৬%, চট্টগ্রাম ২০%, রাজশাহী ১৫%, খুলনা ১১.২%, রংপুর ১১%, ময়মনসিংহ ৯.৫%, বরিশাল ৬.২% ও সিলেট ৫.৩%।

গাজীপুরে স্ত্রী- সন্তানকে হত্যা*র পর স্বামীর আত্মহ*ত্যা
‘পিপলস ইলেকশন পালস সার্ভে’র দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এতে দুটি খণ্ড ছিল প্রথম খণ্ডে জনগণের দৃষ্টিভঙ্গি, নির্বাচনের সময়কাল ও অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় খণ্ডে ভোটারদের দলীয় পছন্দ, অনুমোদন, ভোটের সিদ্ধান্ত, ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা বিশ্লেষণ করা হয়েছে।

এই গবেষণায় ইনোভিশনকে সহায়তা করে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ