Wednesday, August 20, 2025

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

আরও পড়ুন

সৌদি আরবে নিহত ছোট ভাইয়ের লাশ নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুই ভাই। পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল এবং তার মামাতো ভাই ওসমান গনি। আহত হয়েছেন তাদের আরেক আত্মীয় বশির আহমদ সওদাগর।

আরও পড়ুনঃ  ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি, সেই যুবদল নেতা আটক

জানা গেছে, সৌদি আরবে নির্মম নির্যাতনে নিহত প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফটিকছড়ির উদ্দেশে অ্যাম্বুলেন্সযোগে রওনা হয়েছিলেন তারা। চৌদ্দগ্রামে পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মো. বাবুল ও ওসমান গণি নিহত হন। গুরুতর আহত অবস্থায় বশির সওদাগরকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

আরও পড়ুনঃ  সভা শেষেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসনাত আব্দুল্লাহ, জানুন সর্বশেষ পরিস্থিতি

ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, প্রবাসী রুবেলের লাশ আনতে ঢাকায় গিয়েছিলেন তার দুই ভাই। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছাতে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন কালবেলাকে বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ