কক্সবাজারের রামুতে জুমার নামাজ পড়তে গিয়ে একই পরিবারের চার শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরের পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। নিখোঁজ শিশুরা সম্পর্কে আত্মীয় এবং প্রতিবেশী।
নিখোঁজরা হলো রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল এবং কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।
পরিবারের সদস্যরা জানান, শিশুরা প্রতিদিনের মতো জুমার নামাজে গিয়েছিল। এরপর তারা আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায়, আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুদের সন্ধান চেয়ে ইতোমধ্যে রামু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
শিশুদের স্বজন সৈয়দ উল্লাহ জানান, বাচ্চাগুলোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো সূত্র মেলেনি। কেউ তাদের সন্ধান পেলে 0187009262 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হওয়ার পরপরই পুলিশ খোঁজ শুরু করেছে। আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা ও অভিভাবকরা শিশুদের দ্রুত খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।