Tuesday, July 8, 2025

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে যেভাবে বেঁচে গেছেন ইরানের প্রেসিডেন্ট, জানালেন নিজেই

আরও পড়ুন

ইসরায়েলের সঙ্গে চলা ১২ দিনের সংঘাতের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল দখলদার। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব তাকার কারলসনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তবে এ হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না। এটি ছিল ইসরায়েল। আমি একটি বৈঠকে অংশ নিচ্ছিলাম। যেখানে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল, তারা সেই জায়গাটিতে বোমাবর্ষণের চেষ্টা করেছিল।

আরও পড়ুনঃ  পাকিস্তানকে শায়েস্তা করতে নতুন পদক্ষেপ ভারতের

তবে এই হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেননি ইরানের প্রেসিডেন্ট। ইরান-ইসরায়েল উত্তেজনাপূর্ণ সম্পর্কের এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েল। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়িকেও হত্যার কথা বলেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে শেষমেশ তাকে হত্যা করতে পারেনি দখলদার বাহিনী।

সূত্র : আল আরাবিয়া

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ