Friday, July 18, 2025

পছন্দ হয়নি খতিবের বক্তব্য, মসজিদে ঢুকে কোপাল মুসল্লী

আরও পড়ুন

চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় এক ব্যক্তি। আজ শুক্রবার (১১ জুলাই ২০২৫) জুমার নামাজের পর মসজিদের ভেতর এ ঘটনা ঘটে।

আহত খতিব নূরুর রহমান মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ এবং বর্তমানে মাঝে মধ্যে ওই মসজিদে ইমামতি করেন। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে হঠাৎ করেই মো. বিল্লাল হোসেন (৫০) নামের এক তরকারি বিক্রেতা মসজিদের ভেতরে প্রবেশ করে খতিবকে চাপাটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারী বিল্লাল হোসেনের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদি, বিষ্ণুপুর ৭ নম্বর বকুলতলা রোড এলাকায়।

আরও পড়ুনঃ  বিয়ের তথ্য গোপন করে এসআই নিয়োগের চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ

আহত খতিবকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, আহত স্থানে ১০ থেকে ১২টি সেলাই লেগেছে। তাকে বর্তমানে ওসেক ওয়ার্ডে চিকিৎসাধীন রাখার পর কিছুক্ষণ আগে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

স্থানীয়রা জানান, হামলাকারী বিল্লাল হোসেন কিছুদিন আগে খতিবের একটি খুতবায় রাসূল (সা.) কে ইসলামের বার্তাবাহক বলার বিষয়টিকে অপমান হিসেবে ধরে নিয়ে ক্ষুব্ধ ছিলেন। হামলার সময় চাপাতির সঙ্গে একটি নোটও ছিল, যাতে লেখা ছিল, আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে দুই হত্যাকাণ্ড, যা বলছে পুলিশ

তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, খতিব কোনোভাবেই এমন বক্তব্য দেননি যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বরং এটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত একটি উগ্র কর্মকাণ্ড।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, আসামিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ