Saturday, July 19, 2025

সোহাগ হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের কাছে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেছে তার পরিবার। ইতোমধ্যে ২ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)।

আরও পড়ুনঃ  অপেক্ষা শেষ হচ্ছে ১৯ লাখ পরীক্ষার্থীর, যে পদ্ধতিতে জানা যাবে এসএসসির ফল

গত ৯ জুলাই (বুধবার) বিকেল ৬ টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলা কাকে দায়ী করলেন উপদেষ্টা আসিফ নজরুল

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‌র‍্যাব কর্তৃক দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ