Friday, July 18, 2025

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

আরও পড়ুন

নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তপশিল থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ‘নৌকা’ নির্বাচনী প্রতীকের তপশিলে থাকতে পারে না।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) যে সংশোধিত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তাতে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনগত যুক্তি ইসির সামনে তুলে ধরা হয়েছে। সিইসি আশ্বাস দিয়েছেন, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।

পাটোয়ারী বলেন, ‘শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। ইসিকে পুনর্গঠন করতে হবে এবং আইন অনুযায়ী যারা নিরপেক্ষভাবে কাজ করেছেন, তাদের রেখে নতুনভাবে গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে তার যৌক্তিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে। অন্যথায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলব।’

আরও পড়ুনঃ  ‘যে নেতারা তাদের দলে নিয়েছে তাদের আগে বহিষ্কার করা উচিত’

এর আগে গত সপ্তাহে ইসি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য শাপলা প্রতীক বাদ দিয়ে ১১৫টি প্রতীকের তালিকা চূড়ান্ত করে। এই তালিকা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়। তবে, এই সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি।

২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এ ছাড়া, দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। তবে, শাপলা প্রতীক নিয়ে দুদলের এই প্রতিযোগিতার মধ্যেই ইসি প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ