Saturday, July 19, 2025

আরেকটি যুদ্ধের জন্য আল্লাহ জুলাই যোদ্ধাদের বাঁচিয়ে রেখেছেন

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই জুলাইয়ের যোদ্ধাদের বাঁচিয়ে রেখেছেন আল্লাহ।” তিনি বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্য শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, বরং ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন। যেখানে ন্যায়বিচার, মানবিকতা ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিত থাকবে।”

সোমবার (১৪ জুলাই) রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণ-আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী শ্রমিক যোদ্ধারা।

মুজিবুর রহমান বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কেউ কাউকে নির্মমভাবে হত্যা করবে না, লাশের উপর নৃত্য করবে না। প্রতিটি নাগরিক স্বাধীনভাবে ও নিরাপদে জীবনযাপন করবে। নারীর প্রতি সহিংসতা থাকবে না এবং সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করতে পারবে।”

আরও পড়ুনঃ  ব্যবসায়ীদের চাঁদাবাজের কবল থেকে রক্ষার আহ্বান বিএনপির

তিনি উপস্থিত আহতদের ‘বৈষম্যহীন বাংলাদেশ’ গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরও খুন, ধর্ষণ, চাঁদাবাজি থেমে নেই। আজ যারা জামায়াতের বিরুদ্ধে মিছিল করছে, তারা কীসের পক্ষে—এই প্রশ্ন জাতির সামনে তোলা দরকার।”

তিনি বলেন, “জামায়াতের নেতাকর্মীদের হুমকি না দিয়ে নিজেদের দলে থাকা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করুন, না হলে আপনাদের ওপরও ইতিহাসের অভিশাপ নেমে আসবে।”

বুলবুল আরও জানান, “জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছেন শ্রমিকরাই। শহীদদের পরিবারকে জামায়াত ২ লাখ টাকা করে সহায়তা দিয়েছে এবং আহতদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে। এদের ইতিহাস সংরক্ষণের জন্য ১৫শ পৃষ্ঠার বই প্রকাশিত হয়েছে এবং ভবিষ্যতে আহতদের নিয়েও গ্রন্থ প্রকাশ হবে।”

আরও পড়ুনঃ  ‘সংবিধানে জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্তির কোনো কারণ নেই’

সভায় আরেক বিশেষ অতিথি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জামায়াতের কোনো নেতা কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। বরং মৃত্যুভয় উপেক্ষা করে দেশে ফিরে এসেছেন। কেউ কারো সাথে আপস করেননি।”

তিনি বলেন, “আজ যারা আবারো আওয়ামী লীগের ‘বস্তা পঁচা’ রাজনীতি চর্চা করছে, তাদেরও একই পরিণতি হবে। বিদেশে বসে যারা হুমকি দিচ্ছে, তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না।”

আরও পড়ুনঃ  একটা দল টুপি মাথায় দিয়ে ছাত্রদের ভুল বোঝাচ্ছে : অলি আহম্মেদ

তিনি আরও দাবি করেন, “সজীব ওয়াজেদ জয় ও অন্যান্যরা কোটি কোটি টাকা খরচ করে জামায়াতবিরোধী প্রচারণা চালিয়েও জনগণের সমর্থন হারিয়ে ফেলেছে।”

ড. মাসুদ আগামী ১৯ জুলাইয়ের ঘোষিত সমাবেশে জুলাই যোদ্ধাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “৭ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করব।”

সভাটি অনুষ্ঠিত হয় ঢাকার একটি হলরুমে। সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি সোহেল রানা মিঠু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল, এবং অন্যান্য নেতৃবৃন্দ ও আহত যোদ্ধারা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ