Friday, July 18, 2025

মসুলমানদের কেবলা সৌদি আরব, আওয়ামী লীগের কেবলা গোপালগঞ্জ

আরও পড়ুন

বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ডের সমালোচনা করে জাতীয়তাবাদী নেতৃবৃন্দের একজন, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বলেছেন, “মুসলমানদের কেবলা যেভাবে সৌদি আরব, আওয়ামী লীগের কেবলা হয়ে উঠেছে গোপালগঞ্জ।”

তিনি বলেন, “আমি মনে করি, কোন রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সবসময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে । আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিকটেড । কিন্তু এখানে আবেগের একটা বিষয় কাজ করে। ”

তিনি উল্লেখ করেন , “৬৮ হাজার বর্গমাইলের বাংলাদেশে সবার সমান অধিকার রয়েছে, প্রতিটি বর্গইঞ্চি আমাদের অধিকারভুক্ত। কিন্তু সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধিস্থল রয়েছে। সংগত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছি এটা , উত্তপ্তকর একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে । এখন যখন কোনো নতুন রাজনৈতিক দল বা সংগঠন গোপালগঞ্জে কর্মসূচি দেয়, সেটিকে রাজনীতির প্রেক্ষাপটে বিবেচনা করাই যুক্তিসঙ্গত।”

আরও পড়ুনঃ  একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদীদের পুনর্বাসন করতে চায়: নাহিদ

৫ আগস্ট ২০২৪-এর স্বৈরাচার পতনের পরপরই বিএনপির স্বেচ্ছাসেবক দল একটি কর্মসূচি ঘোষণা করেছিল উল্লেখ করে তিনি বলেন, “ওই সময় স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানী ও তাঁর পরিবারকে ন্যাক্কারজনকভাবে হামলার শিকার করা হয়েছিল। আমি নিজে হাসপাতালে গিয়ে তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে দেখতে গিয়েছি। তাঁরা মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তারা যে সেদিন হত্যাকাণ্ডের শিকার হয়নি, সেটি সৌভাগ্য।”

গোপালগঞ্জে এনসিপির সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “গোপালগঞ্জ আওয়ামী লীগের কেবলা হয়ে থাকলেও, সেখানে অন্য রাজনৈতিক দলেরও অধিকার রয়েছে। এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে, না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে সেটা বিতর্কের বিষয়।

আরও পড়ুনঃ  মনে আছে তো, কারেন্টের খাম্বা কেস: ফয়জুল করিম

তরুণ নেতৃত্বসম্পন্ন এনসিপির প্রশংসা করে তিনি বলেন, “আমি ওদের সাধুবাদ জানাই। তারা সাহস করে নেতৃত্ব দিয়েছে। আমি সবসময় চেয়েছি অঙ্কুরে যেন কেউ ঝরে না পড়ে। তবে ওদের মধ্যে মাঝে মাঝে এমন আচরণ দেখা যায়, যেন ওরা মনে করে গায়ে মানে না আপনি মোড়ল। প্রত্যাশার তুলনায় প্রাপ্তি বেশি হয়ে গেলে এমনটা হয়।”

এনসিপি নেতাকর্মীরা তারা বয়সে অপেক্ষাকৃতভাবে তরুণ। রাজনৈতিক দল হিসেবে তারা নবীন। তাদের অভিজ্ঞতার আরও প্রয়োজন আছে। সে জায়গায় তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে তিনি বলেন, “আমি সবসময় বলেছি, আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত। নবীন এই রাজনৈতিক শক্তিকে কটাক্ষ না করে বরং উৎসাহ জোগানো উচিত। রাজনৈতিক পরিপক্বতার জন্য তাদের আরও অভিজ্ঞতা প্রয়োজন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ