Friday, July 18, 2025

প্রবাসী ভোটার নিয়ে পাপিয়ার বিরূপ মন্তব্য, ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা

আরও পড়ুন

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা করেন। এ নিয়ে সামাজিকমাধ্যমে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।

ওই টকশোতে পাপিয়া বলেন, প্রবাসী ভোটাররা রেমিট্যান্স দেয়, তাদের পরিবারের জন্য প্রবাসীরা টাকা পাঠান, ভিটেমাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, সে জন্য তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে, ভোটার হতে হবে কে বলছে? বাংলাদেশের সুখে-দুঃখে একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড, লোহার রড থেকে থেঁতলা করা আর পুলিশ পিটুনি, দিনের পর দিন ৪০ দিন-৫০ দিন রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা ভুক্তভোগী?

শুক্রবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি নেত্রী পাপিয়ার এক মিনিট এক সেকেন্ডের ওই টকশো’র একটি ভিডিও পোস্ট করে লিখেন ‍‌‌‌‌‌‌‌‌‌‌‍‌, এই টাইপ কিছু তথাকথিত পলিটিশিয়ানরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ‘কামলা’ মনে করে।

আরও পড়ুনঃ  সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ : রনি

ফ্যাসিস্ট তৈরির নির্বাচন আমরা দেখতে চাই না: চরমোনাই পীরফ্যাসিস্ট তৈরির নির্বাচন আমরা দেখতে চাই না: চরমোনাই পীর
এদের এই মানসিকতার কারণে এয়ারপোর্ট থেকে শুরু করে পাসপোর্ট অফিস, মন্ত্রণালয় থেকে শুরু করে ভিসা অফিস; সব জায়গায় প্রবাসী ভাইবোনদের সাথে নিকৃষ্ট আচরণ করা হয়। প্রবাসী ভাইবোনদের সময় হয়েছে- নিজের অধিকার বুঝে নেওয়ার, কালপ্রিটদের চিনে রাখার”। সারজিস আলমের পোস্টটিকে ৬০ হাজার লাইক,১১ হাজার কমেন্ট ও ৬ হাজার ৮শ শেয়া হয়।

এতে মাহমুদুল হক জালীস নামে এক ব্যক্তি কমেন্টস করেন,এই তথাকথিত নেত্রীর বক্তব্য দ্বারা স্পষ্ট হলো, বিএনপি আমাদের রেমিট্যান্সযোদ্বা ভাইবোনদের ভোটের অধিকার চায় না। অথচ এই প্রবাসীরাই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রিয় দেশবাসী সময় এখন সিদ্ধান্ত নেওয়ার।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

এমডি রাসেল মাহমুদ নামে আরেকজন লিখেন, প্রবাসীরা শুধু টাকা পাঠাবে, কিন্তু ভোট দিতে পারবে না, এ কেমন বৈষম্য? বাংলাদেশের প্রবাসীরা শুধু অর্থনীতির চাকা সচল রাখেন না, তারা দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ আর আত্মত্যাগের এক জীবন্ত প্রতিচ্ছবি।

মাদ্রাসাপ্রধানকে জিম্মি করে নতুন কমিটি করলেন বিএনপি নেতামাদ্রাসাপ্রধানকে জিম্মি করে নতুন কমিটি করলেন বিএনপি নেতা
একজন প্রবাসী বিদেশে অমানবিক পরিশ্রম করে দেশে টাকা পাঠান, পরিবারকে চালান, অথচ পাপিয়া বলেন, ‘তুমি টাকা পাঠাও, কিন্তু ভোট দিতে পারবে না।’ এ কেমন রাজনীতি? এ কেমন গণতন্ত্র? ভোটের অধিকার কোনো উপহার নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। আর প্রবাসীরা তো শুধু নাগরিকই নয়, তারা জাতীয় অর্থনীতির মূল স্তম্ভ।

আরও পড়ুনঃ  বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

আজ যদি তারা বিদেশ থেকে দেশের রাজনীতিতে অংশ নিতে চান, ভোট দিতে চান, তাহলে তাদের জন্য নিরাপদ ও কার্যকর ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।

২০২৪ সালের প্রেক্ষাপটে প্রবাসীরা শুধু টাকা পাঠানো বন্ধ করেই নয়, সোচ্চার আন্দোলনের অংশ হয়ে প্রমাণ করেছেন, ‘আমরা শুধু রেমিট্যান্স পাঠাই না, আমরা দেশের ভবিষ্যতের সাথেও জড়িত। আমরা ভোটার, আমরা সিদ্ধান্তদাতা।’ তাদের অবজ্ঞা নয়, ভোটাধিকার নিশ্চিত করুন। কারণ তারা ভোটাধিকার বঞ্চিত নয়, রাষ্ট্রের প্রকৃত অংশীদার।

চাঁপাইনবাবগঞ্জের জুলাই যোদ্ধা সাব্বির আহমেদ লিখেছেন, বেশি না দুইটা মাস রেমিট্যান্স শাটডা্উন দিলেই বিশিষ্ট রাজনীতিবীদ রাস্তায় নেমে বলবে আমার প্রবাসী ভাইয়েরা আমার। তোমরা আমার ভাই, তোমরাই বাংলাদেশ, বাংলাদেশ মানেই প্রবাসীরা।

এছাড়া সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে নিয়ে অনেককে মন্তব্য করতে দেখা যায়।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ