Saturday, July 19, 2025

একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদীদের পুনর্বাসন করতে চায়: নাহিদ

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং দুর্নীতি যে সিস্টেম টিকিয়ে রাখে আমরা সেই সিস্টেম এর পতন চাই। কিন্তু আমরা দেখেছি সেই সিস্টেমকে টিকিয়ে রাখছে একটি দল। তারা চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।

ঢাকায় মিটফোর্ড এলাকায় বরগুনার সন্তান সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করা হয়েছে। এমন হত্যা ও চাঁদাবাজি বরগুনাবাসী দেখতে চায় না। তিনি বলেন, আপনারা প্রতিবাদ করুন, দেশবাসীকে জানান এই সরকারের প্রশাসনের ব্যর্থতা আর একটি রাজনৈতিক দলের চাঁদাবাজদের নির্মমতা।

আরও পড়ুনঃ  বিএনপির 'ধন্যবাদ', এনসিপির শঙ্কা, জামায়াত প্রস্তুত

সোমবার (১৪ জুলাই) বিকেলে এনসিপি’র জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনার সদর রোডে এক পথসভায় এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ বলেন, আমরা বরগুনার মৎস্য, কৃষি নানা সমস্যাসহ পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদী পুনর্বাসন করতে চায়। কিন্তু তা করতে দেয়া হবে না। এ সময় চাঁদাচাজ আর দখলদার মুজিববাদের পাহারাদার বলে শ্লোগান তোলেন।

আরও পড়ুনঃ  কোন সমন্বয়ক এই আন্দোলনে জীবন দেয় নাই: ছাত্রদল নেতা আমান

পথসভায় উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা শুনেছি শেখ হাসিনা সরকার দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু বরগুনায় এসে দেখলাম তার কিছুই নাই। পরবর্তীতে যারা রাজনীতি করবে তাদের বরগুনার উন্নয়নের বিষয়ে অঙ্গীকার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি জুলাই আন্দোলনের সময় পুলিশ আমাদের নেতাকর্মীর ওপর অত্যাচার করেছে। আমরা পুলিশের এসপি, ওসিকে সতর্ক করে দিতে চাই, এরপর কোন দলের হয়ে কাজ করলে আগামীর বাংলাদেশে জায়গা হবে না। ২০২৪ সালে প্রাণ নিয়ে বেঁচে আছেন, এরপর জীবন নিয়ে বাঁচতে পারবেন না।

আরও পড়ুনঃ  দেশে ফেরা নিয়ে জনগণকে নিজেই বার্তা দিলেন তারেক রহমান

দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ্ বলেন, আমাদেরকে বাদ দেয়ার চক্রান্ত করা হচ্ছে। আমাদের পথকে রুঁখে দেয়ার চেষ্টা চলছে। এমন হলে বাঁচবে লড়াই, সেই লড়াইয়ে জিতবো আমরা। সে কারণে দীর্ঘ্য লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।

ড. জারা বলেন, পূর্বের ভাঙাচুরা ব্যবস্থায় আমরা থাকতে চাই না। যারা আপনাদের সন্তানদের হাত-পা ভেঙেছে, চোখ তুলে নিয়েছে তাদের বিচার করেই ছাড়বো আমরা।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ