Saturday, August 2, 2025

বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বর, হাসপাতালে মৃত্যু

আরও পড়ুন

বিয়ের দিনক্ষণ আগেই ঠিক করা ছিল। সে অনুযায়ী বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যাচ্ছিলেন বর অমিত সরকার। পথিমধ্যে চলন্ত গাড়িতে বুকে ব্যথা উঠে তার। স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্ৰামে তার বিয়ে হওয়ার কথা ছিল।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় চলন্ত গাড়িতে বুকে ব্যথা উঠে অমিত সরকারের। প্রথমে তাকে একটি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ২০ ঘণ্টা পার, ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীকে নিয়ে সবশেষ যা জানা গেল

মৃত বরের নাম অমিত সরকার। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, অমিত সরকার একজন প্রবাসী। কিছুদিন আগে বিয়ে করার উদ্দেশে তিনি বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ে হওয়ার কথা ছিল। রাত ৯টার দিকে বরযাত্রী রওনা হয়। ১০টার দিকে গৌরীপুর এলাকায় গেলে হঠাৎ বুকে ব্যথা উঠে অমিতের। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন। স্বজনরা তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার, সেই স্বপ্নই কেড়ে নিল তৌকিরের প্রাণ

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “এমন একটি খবর ফেসবুকের মাধ্যমে জেনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।”

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ