Sunday, August 10, 2025

সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, পাবেন যারা

আরও পড়ুন

নিম্নআয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সাধারণ ভোক্তারাও ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ১০ আগস্ট থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

ঢাকা মহানগরীতে মোট ৬০টি ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম চলবে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত)। প্রতিদিন এসব ট্রাক থেকে ৫০০ জন সাধারণ মানুষ নির্ধারিত পরিমাণে পণ্য কিনতে পারবেন।

আরও পড়ুনঃ  ব্রেকিং নিউজ: হঠাৎ জরুরি অবস্থা ঘোষণা!

এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি এবং ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি ও বাগেরহাট জেলায় ৫টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার ব্যতীত) একইভাবে পণ্য বিক্রি চলবে।

এই কার্যক্রমের আওতায় একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে: প্রতি লিটার তেল ১১৫ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা। সব মিলিয়ে ৪৫০ টাকায় একজন ভোক্তা এই তিনটি পণ্য কিনতে পারবেন।

আরও পড়ুনঃ  শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার

যেকোনো সাধারণ ভোক্তা ভ্রাম্যমাণ ট্রাক থেকে (৫০০ জন পর্যন্ত) এসব পণ্য কিনতে পারবেন বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ