Sunday, August 10, 2025

বৈঠক থেকে ওয়াকআউট, যা বললেন ছাত্র ইউনিয়নের মেঘমল্লার

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের বৈঠক থেকে বামধারার ছাত্র সংগঠন ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও ছাত্র ইউনিয়ন ওয়াকআউট করেছে।

রোববার (১০ আগস্ট) বিকেল ৩টার দিকে এই বৈঠক শুরু হয়। তবে বৈঠকে ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ করেন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ঢাবির ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু বলেন, আমরা কোনো ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে নই। কারণ আমরা বিশ্বাস করি আজ অন্য সংগঠন নিষিদ্ধ হলে, কাল আমাদেরকেও নিষিদ্ধ করা হতে পারে। শিবিরের প্রতি আহ্বান থাকবে তারা যেন গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে আসে। প্রকাশ্যে তারা যেন রাজনীতি করে এবং একাত্তরে বিভিন্ন মানবতাবিরোধী ঘটনার সঙ্গে জড়িত তাদের নেতাদের ডিজওউন করতে হবে।

আরও পড়ুনঃ  'পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু সাগরপাড়ে ঘুরতে আসছি'

তিনি আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যেকোনো চুক্তি করলে তা যেন প্রকাশ্য হয়। পাশাপাশি সব সংগঠনকে এই চুক্তি মেনে রাজনীতি করারও আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ