কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নের শিকার সেই ভুক্তভোগী নারী এবং তার পরিবারের সদস্যদের মঙ্গলবার সকাল থেকে বাড়িতে দেখা যাচ্ছে না।
সমবেদনা জানাতে মঙ্গলবার ভুক্তভোগীর বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তবে তিনি কাউকে বাড়িতে পাননি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই প্রতিদিনই ভুক্তভোগীর বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ভিড় করছেন। এ ছাড়া গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের কাছে সাক্ষাৎকার দিতে দিতে ভুক্তভোগীর জীবন ‘দুর্বিষহ’ হয়ে উঠেছে। তাই এমন পরিস্থিতি এড়াতে পরিবারসহ বাড়ি ছেড়েছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার সকাল থেকেই তাদের কাউকে বাড়িতে দেখা যায়নি। সোমবার বিকেলে ভুক্তভোগী তার স্বামীর বাড়ি যাবেন বলে বাবার বাড়ি থেকে বের হন।
এরপর তার মা-বাবাসহ পরিবারের লোকজনও অন্যত্র চলে যান।