Thursday, July 3, 2025

জাতিসংঘের মানবাধিকারপ্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করলো যে দেশ

আরও পড়ুন

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলায় ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভেনেজুয়েলার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছিলেন তুর্ক। তিনি জানান, দেশটিতে নির্বিচারে গ্রেপ্তার, গুম এবং নিপীড়নের ঘটনা ঘটছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ভোরে বাবা-মাকে খুন, সন্ধ্যায় মসজিদে ঢুকে হামলা

মঙ্গলবার (১ জুলাই) ভেনেজুয়েলার পার্লামেন্টে বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ভলকার তুর্ককে ভেনেজুয়েলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

ভোটাভুটির আগে সংসদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ অভিযোগ করেন, বিশ্বের অন্যান্য দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তুর্ক চুপ থাকেন, সেগুলোর বিষয়ে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ রাখেন।

এ বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলার অভিবাসীদের এল সালভাদরের একটি আটক কেন্দ্রে নির্বাসন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তুর্ক। ওই বিবৃতিতেও তিনি মার্কিন সরকারের সমালোচনা করেন। তবে ভেনেজুয়েলা সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্য আসে এমন এক সময়, যখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দেশটিতে জুলাই মাসে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর বিরোধীদের দমন-পীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে।

আরও পড়ুনঃ  ভারতের রাফাল ভূপাতিতে নড়েচড়ে বসল ফ্রান্সের সেনাবাহিনী

ভেনেজুয়েলার ঘোষণার তাৎক্ষণিক কোনো কূটনৈতিক প্রভাব না পড়লেও, ধারণা করা হচ্ছে—আগামীতে মাদুরো সরকার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের দেশটিতে থাকা দপ্তর বন্ধ বা সরিয়ে দেয়ার পদক্ষেপ নিতে পারে, যেমনটি অতীতেও করেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ