Thursday, July 3, 2025

যে মামলায় গ্রেফতার হলেন সাবেক এমপি ও ক্রিকেটার দুর্জয়

আরও পড়ুন

ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ৫ আগস্টের পর থেকে ছিলেন বিভিন্ন গোয়েন্দা নজরদারিতে।

অবশেষে বুধবার দিবাগত রাতে আওয়ামী লীগের এই সাবেক এমপি ঢাকার লালমাটিয়া নিজ বাসা থেকে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) হাতে গ্রেফতার হন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব যুগান্তরকে সাবেক এমপি দুর্জয়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে জেলার ঘিওর থানা ও সদর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সূত্রমতে, দুর্জয় ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরবন্দি ছিলেন।

আরও পড়ুনঃ  প্রথম সাজা শেখ হাসিনার, রায়ে অসন্তোষ রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর, যা বললেন তিনি

তার বিরুদ্ধে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে চার কোটি ২২ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ রয়েছে দুদকের তথ্য ভান্ডারে।

তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ টাকার টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক আবুল হাসনাত বাদি হয়ে এই মামলাটি করেন।

এদিকে দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, সাবেক এমপি দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

আরও পড়ুনঃ  আরেক আ.লীগ নেতার কারাদণ্ড

দুদকের অনুসন্ধানকালে তার বিরুদ্ধে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন থেকে চার কোটি ২২ লাখ টাকা ঘুস নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দুদকের সূত্র নিশ্চিত করেছেন। এ ছাড়া তার নিজ নামে আর্থিক প্রতিষ্ঠানের ১৩ হিসাব এবং ব্যাংকের ৯টি হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে। মামলার তদন্ত পর্যায়ে এসব খতিয়ে দেখা হচ্ছে।

আরও অভিযোগ রয়েছে, তার নামে পৈত্রিক বাড়ি বৈকন্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জে ১২ বিঘা জমি, মানিকগঞ্জ শহরে ১ তলা বাড়ি, বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগসহ কোটি কোটি টাকার সম্পদ রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ