Friday, July 4, 2025

ছাত্রলীগ নেতা আটক, থানায় এসে স্ট্রোকে বাবার মৃত্যু

আরও পড়ুন

ফেনীতে আলী হোসেন ফাহাদ (২০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে ছেলের আটকের খবরে স্ট্রোক করে তার বাবা মারা গেছেন। মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে, পরবর্তীতে হাজির হওয়ার শর্তে ফাহাদকে আত্মীয়-স্বজনদের জিম্মায় জামিন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।

জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন ফাহাদ (২০) কে শর্শদী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। সে শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। খবর পেয়ে বাবা আলী আকবর ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান। সেখানে ছেলেকে আটক অবস্থায় দেখে স্ট্রোক করেন তিনি। পরে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

এ বিষয়ে ফেনী মডেল থানার (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন, ফাহাদকে একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি কোনো মামলার এজাহারনামীয় আসামি নন। তার বাবা থানায় উপস্থিত হয়ে চেয়ারে বসা অবস্থায় স্ট্রোক করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে বাবার মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে, পরবর্তীতে হাজির হওয়ার শর্তে ফাহাদকে আত্মীয়-স্বজনদের জিম্মায় জামিন দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ