শরীয়তপুরের ভেদরগঞ্জে রাস্তার পাশে ধানক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে চর কোড়ালতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
আমেনা আক্তার স্থানীয় দারুল ফায়েজ ইসলামীয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মৃধা কান্দির বাসিন্দা মান্নান ঢালীর ছোট মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুপা আক্তার সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। পরে দুপুরে কোড়ালতলি এলাকার একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, চর কোড়ালতলী এলাকার পাকা রাস্তার উত্তর পাশের ধানক্ষেত থেকে দশম শ্রেণিতে পড়ুয়া আমেনা আক্তার নামে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।