Wednesday, July 23, 2025

জানা গেল উত্তরায় বিধ্বস্ত সেই বিমানের দাম

আরও পড়ুন

উত্তরার মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটির দাম প্রায় ২৪ কোটি টাকা বলে জানা গেছে। এটি চীনের তৈরি ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান। ২০১৩ সালে বাংলাদেশ বিমানবাহিনীর বহরে এটিকে যুক্ত হয়।

‘এফ-৭ বিজিআই’ যুদ্ধবিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ২২০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং ৫৭ হাজার ৪০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এক আসনের এই বিমানটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, জিপিএস গাইডেড বোমা এবং অতিরিক্ত জ্বালানির ট্যাংকসহ প্রায় দেড় হাজার কেজি ওজন বহন করতে পারে।

আরও পড়ুনঃ  জানালার পাশে ঝুলছিল শিশুদের হাত, দেহগুলো পড়েছিল নিচে

বিমানটির রাডার ব্যবস্থা ছিল ‘কেএলজে-৬এফ’ সংস্করণের। এতে ছিল আধুনিক ডিজিটাল ককপিট ডিসপ্লে, যা বৈমানিকের জন্য বাড়তি সুবিধা তৈরি করে।

২০১১ সালে বাংলাদেশ সরকার চীনের সঙ্গে ১৬টি ‘এফ-৭ বিজিআই’ যুদ্ধবিমান কেনার চুক্তি করে। পরের বছরগুলোতে এগুলো বিমানবাহিনীর বহরে যুক্ত হয়। একই সময়ে এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয় চীন।

বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর বহরে ৩৬টি ‘এফ-৭’ মডেলের বিমান রয়েছে, যার বেশিভাগই ‘বিজিআই’ সংস্করণের। চীনের চেংদু এয়ারক্র্যাফ্ট ইন্ডাস্ট্রি গ্রুপ ১৯৬৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এফ-৭ সিরিজের বিমান তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ‘তোদের বিপ্লব শেষ’— বলেই পেটানো হয় বৈষম্যবিরোধীদের!

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যারো কর্নার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালে একটি ‘এফ-৭ বিজিআই’ বিমানের দাম ছিল ২ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ডলার = ১২১ টাকা ৬০ পয়সা), বিমানটির দাম দাঁড়ায় প্রায় ২৪ কোটি ৩২ লাখ টাকা।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে মুহূর্তেই বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় হতাহত হন বহু শিক্ষার্থী। সবশেষ, মঙ্গলবার ৩টা পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ