Wednesday, July 23, 2025

ক্লিনিকে ঢুকে চিকিৎসককে কোপালেন স্বেচ্ছাসেবক দল নেতা

আরও পড়ুন

সুনামগঞ্জ পৌর শহরের একটি ক্লিনিকে ঢুকে একজন চিকিৎসকের ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটে। এতে আহত চিকিৎসককে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের আনিসা হেলথ কেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত চিকিৎসকের নাম গোলাম রব্বানী সোহাগ (৩০)। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান উদ্দিন।

আরও পড়ুনঃ  অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিবকে বের করতে পুলিশের ব্যাপক উপস্থিতি, অনড় শিক্ষার্থীরা

আহত চিকিৎসক জানান, তিনি বিকেলে ক্লিনিকে কাজ করছিলেন। এসময় রায়হান উদ্দিন আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন ভেতরে একজন নারীর আলট্রাসনোগ্রাম করছিলেন তিনি। এ জন্য রায়হানকে দরজার সামনে থেকে সরে যেতে অনুরোধ করেন। তখন রায়হান তার সঙ্গে তর্ক জুড়ে দেন। পরে ক্লিনিকের অন্যরা তাকে শান্ত করেন। পরে রায়হান উদ্দিন তার স্ত্রীর আলট্রাসনোগ্রাম শেষে চলে যান। কিছুক্ষণ পর রায়হান উদ্দিন আরেকজনকে সঙ্গে নিয়ে এসে তার কক্ষে ঢুকেন। চেয়ারে বসে চিকিৎসককে আগের ঘটনার জন্য ‘সরি’ বলতে বলেন রায়হান ও ওই যুবক। তিনি সরি বলতে অপারগতা প্রকাশ করার এক পর্যায়ে দু’জন মিলে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। তখন তিনি মেঝেতে পড়ে যান। তখনও তাকে ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি চিৎকার দিলে ক্লিনিকের অন্যরা ছুটে আসেন। তখন রায়হান ও তার সঙ্গে থাকা যুবক সেখান থেকে চলে যান।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল

এ ব্যাপারে কথা বলার জন্য মো. রায়হান উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তিনি তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে বলেছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে ওই ক্লিনিকে গিয়েছিলেন। আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে তারা দুই ঘণ্টা অপেক্ষা করেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে সেখানে দায়িত্বে থাকা একজনের সঙ্গে কথা বলতে গেলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে তার ওপর আক্রমণ করেন। পরে দু’জনের মধ্যে হাতাহাতি হয়েছে।

আরও পড়ুনঃ  নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেছেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতালে গিয়ে আহতের সঙ্গেও কথা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ