Tuesday, September 2, 2025

বিএনপিতে পদ স্থগিত ফজলুর রহমানকে যে পরামর্শ দিলেন মেজর আখতার

আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের পদ স্থগিত হওয়া ফজলুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন দলটি থেকে বহিষ্কার হওয়া নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেছেন, ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।

সম্প্রতি এক ভার্চুয়াল টকশোতে তিনি এসব কথা বলেন। ওই টকশোতে ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও সাংবাদিক মাসুদ কামাল উপস্থিত ছিলেনা।

মেজর আখতার বলেন, ফজলুর রহমানের অবস্থান দেখে সবাইকে ভাবতে হবে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষ ও আওয়ামী লীগের পক্ষে একটা ইতিবাচক সাড়া পড়তে পারে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য উমামা ফাতেমার

ফজলুর রহমানকে আঞ্চলিক রাজনীতির বাইরে এসে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার পরামর্শ দেন আখতারুজ্জামান রঞ্জন। বলেন, এখন ফজলুর রহমান যদি সাহস করে আরও এগিয়ে যেতে চান, আবার যদি তিনি মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার ডাক দেওয়ার সাহস দেখাতে পারেন, যদি এটাকে তিনি তার এলাকাভিত্তিক বা আঞ্চলিক রাজনীতির ভেতরে না রেখে জাতীয় রাজনীতিতে নিয়ে আসতে চান, তাহলে মনে হয় এটাই তার মোক্ষম সময়। সেই লিডটা তিনি এখন নিতে পারেন। তিনি যদি সেভাবে এগোতে চান আমি মনে করি, গোপনে আওয়ামী লীগের বিশাল সাপোর্ট তিনি পাবেন। গত তিন দিনে তিনি অনেক সাপোর্ট পেয়েছেন। এখন দেখতে হবে ফজলুর রহমান এখন কোন দিকে মুভ করেন।

আরও পড়ুনঃ  রংপুরের ৩৩ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলো জামায়াত

তিনি বলেন, ফজলুর রহমান যদি এলাকার বাহিরে আসতে চান, তবে সেটি তার জন্য একটি ভালো সিদ্ধান্ত হবে। ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি ছাড়া তো রাজনীতি হবে না, হয় না। কাজেই ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, আমি মনে করি তার সিদ্ধান্ত সময়োপযোগী ছিল। এবং সেই ঝুঁকিতে তিনি জয়ী হয়েছেন। আমি ফজলুর রহমানের সাফল্য কামনা করি। আমি আশা করি সামনের দিকে এগিয়ে যাবেন।

এই রাজনীতিবিদ বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি যে ঝুঁকিটা নিয়েছেন, সে ঝুঁকিটা আমরা সহজে নিতে পারি না।

আরও পড়ুনঃ  এনসিপি নেতা টকশোতে বসেই জানলেন তিনি বহিষ্কার

বিএনপি থেকে বহিষ্কার হওয়া রঞ্জন আরও বলেন, আমার তো এখন কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নাই। আমি তো এখন মুক্ত মানুষ। ফজলুর রহমান এগিয়ে এলে আমি তাকে সাধুবাদ জানাব।

প্রসঙ্গত, ফজলুর রহমান ও আখতারুজ্জামান রঞ্জন দুজনই কিশোরগঞ্জের বাসিন্দা। দুজনই সংসদে প্রতিনিধিত্ব করেছেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ