Monday, October 6, 2025

ছাত্রদলের সাত নেতাকে সব পদ থেকে বহিষ্কার।

আরও পড়ুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন জয়পুরহাট জেলা শাখার সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং জয়পুরহাট শহীদ জিয়া কলেজের সভাপতি রাকিবুল করিম রাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াতের কারও সামনে কি আ.লীগের মিছিল পড়ে না—প্রশ্ন হাদীর

বুধবার (১৭ সেপ্টেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় ছাত্রদল সংসদের এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সব পর্যায়ের নেতা কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জয়পুরহাট ছাত্রদলের একটি সূত্র জানায়, গত ১৫ আগস্ট ছাত্রদলের জয়পুরহাট সরকারি কলেজ শাখার সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রদলের বিবদমান দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ উভয়পক্ষের ৭ আহত হয়। কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ‘ছাত্রদলের রাজনীতি আইসিইউতে, ভালো মানুষ ভবিষ্যতে বিএনপি করতে পারবে না’

এ ঘটনায় ওই ৭ ছাত্র নেতাদের কেন্দ্রীয় কমিটিতে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছিল। এরই জের ধরে কেন্দ্রীয় কমিটি ওই ৭ জন ছাত্রদল নেতাকে বহিষ্কার করে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে মোবাইলে কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ